সাম্প্রতিক সময়ে সম্পাদিত উল্লেখযোগ্য আরো কিছু কাজ :
ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজতর করা ও গ্রাহক হয়রানী লাঘব করার লক্ষ্যে নভেম্বর, ২০২২ থেকে ড্রাইভিং পরীক্ষার দিনই প্রার্থীর বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে লাইসেন্স প্রার্থীকে ৩-৪ বার বিআরটিএ'তে আসা যাওয়ার পরিবর্তে শুধুমাত্র ১ বারই পরীক্ষা কেন্দ্রে আসতে হচ্ছে। ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড।
১৭ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে কিউআর কোডযুক্ত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে। গ্রাহকের নিজস্ব বিএসপি অ্যাকাউন্ট থেকে কিউআর কোড সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে প্রিন্ট কিংবা মোবাইলে সফট কপি প্রদর্শন করে মোটরযান চালানোর কাজে ব্যবহার করা যাবে। ডাউনলোডকৃত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিউআর (QR Code) এর মাধ্যমে সঠিকতা যাচাই করা যাবে এবং মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে পরিগণিত হবে।
২০২২-২৩ অর্থবছরে রেজিস্ট্রেশন, ট্যাক্স-টোকেন, নম্বরপ্লেট ও ডিআরসি, ড্রাইভিং লাইসেন্স, ভ্যাট, এসডি, অন্যান্য এবং অগ্রিম আয়করসহ সর্বমোট ৪২৬২.১৯ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
নিবন্ধিত মোটরযানের তথ্যসহ মালিকানা সংক্রান্ত সকল তথ্য আর্কাইভ করা হয়েছে।
বিআরটিএ'র ক্রমবর্ধমান কাজের প্রকৃতি ও পরিধি বিবেচনা করে বিআরটিএ'র কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিকৃত অবশিষ্ট ২১৯টি পদ সৃজনে অর্থ বিভাগের সম্মতি প্রদানের বিষয়টি পুনঃবিবেচনার নিমিত্ত অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
বিআরটিএ'র কার্যক্রমের গুরুত্ব, ব্যাপ্তি, বৈচিত্রতা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, শীর্ষ পর্যায়ে সমন্বয় ইত্যাদি বিবেচনায় সরকার বিআরটিএ'র চেয়ারম্যান পদটি গ্রেড- ১ এ উন্নীত করেছে।
বিআরটিএ'র কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সরাসরি কোটায় পূরণযোগ্য সহকারী পরিচালক (ইঞ্জি:) এর ১৭টি শূন্য পদ এবং মোটরযান পরিদর্শক এর ৩১ টি শূন্য পদ জরুরীভিত্তিতে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিপিএসসি'তে রিক্যুইজিশন প্রেরণ করা হয়েছে।
কাজের প্রকৃতি ও পরিধির সাথে গ্রেডভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ও তাদের অফিসে যাতায়াত, রাজস্ব আদায়, মাঠ পর্যায়ে সার্কেল অফিস পরিদর্শন, নিয়মিত মনিটরিং, দুর্ঘটনা কবলিত স্থান সরেজমিনে পরিদর্শন, তদন্ত কার্য সম্পাদন, যোগাযোগ ও রিপোর্ট প্রদান, মোবাইল কোর্ট পরিচালনা ইত্যাদি বিবেচনায় এবং দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিআরটিএ'র রাজস্ব খাতে ১১৫টি যানবাহন টিওএন্ডইভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে।