ক্রম
|
সেবার নাম
|
সেবা প্রদান পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)
|
|
১। |
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু (পেশাদার ও অপেশাদার) |
বিআরটিএ সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন/নিবন্ধন করে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করত: আবেদন দাখিল করবেন। [উল্লেখ্য যে, গ্রাহকের এনআইডি’র বিপরীতে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে BSP তে অ্যাকাউন্ট খুলতে হবে।] |
(১) রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০ কিলোবাইট); (২) জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০ কিলোবাইট); (৩) ইউটিলিটি (বিদ্যুৎ/টেলিফোন/পানি) বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০ কিলোবাইট); (৪) নূন্যতম অষ্টম শ্রেণী/সমমান পরীক্ষায় পাশের সনদ |
(১) মোটরসাইকেল/থ্রি-হুইলার/হালকা মোটরযান ৫১৮/- টাকা (২) ক্রমিক ১ এর যে কোন দুই ক্যাটাগরি মোটরযান ৭৪৮/-টাকা [বি:দ্র: অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য] |
০১ কার্যদিবস | মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
২। |
লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পুনঃপরীক্ষার তারিখ গ্রহণ (পেশাদার ও অপেশাদার) | গ্রাহক বিআরটিএ সার্ভিস পোর্টালে নিজ অ্যাকাউন্টে প্রবেশ করে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের পুনঃপরীক্ষার তারিখ গ্রহণের জন্য আবেদন দাখিল করবেন। | প্রযোজ্য নহে। |
অকৃতকার্য হলে গ্রাহকগণ শুধুমাত্র পরীক্ষার ফি বাবদ ২৩০/-টাকা পরিশোধপূর্বক পুনঃপরীক্ষার তারিখ গ্রহণ করবেন। তবে লার্নারের মেয়াদ উর্ত্তীণ হলে নিম্নে বর্ণিত ফি প্রদানপূর্বক নবায়ন করে পুনঃপরীক্ষার তারিখ গ্রহণ করবেন। (১) মোটরসাইকেল/থ্রি-হুইলার/হালকা মোটরযান ৫১৮/- টাকা (২) ক্রমিক ১ এর যে কোন দুই ক্যাটাগরি মোটরযান ৭৪৮/-টাকা |
০১ কার্যদিবস | মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
৩।
|
ড্রাইভিং লাইসেন্স ইস্যু (অপেশাদার) |
ড্রাইভিং লাইসেন্স এর দক্ষতা যাচাই পরীক্ষায় কৃতকার্য হলে গ্রাহক বিআরটিএ সার্ভিস পোর্টালে নিজ অ্যাকাউন্টে প্রবেশ করে ফি প্রদানপূর্বক চূড়ান্ত আবেদন দাখিল করতে পারবেন। কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে ই- ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। |
প্রযোজ্য নহে। |
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যুর জন্য ৪,৬২৮/- টাকা ও ৬০/- টাকা (পোষ্টাল ফি) অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। [বি:দ্র: অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য] |
০১ কার্যদিবস শুধুমাত্র ই-ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে [ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।] |
মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
৪। | ড্রাইভিং লাইসেন্স নবায়ন (অপেশাদার) | গ্রাহক বিআরটিএ সার্ভিস পোর্টালে নিজ অ্যাকাউন্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। | (১) পূর্বের ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০ কিলোবাইট);
(২) জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০ কিলোবাইট); |
অপেশাদার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য ৪,১৫২/- টাকা (লাইসেন্স ফি) ৬০/- টাকা (পোষ্টাল ফি) এছাড়া মেয়াদোত্তীর্ণ হলে প্রতি বছরের জন্য ৫১৮/- টাকা ফি প্রদান করতে হবে। [বি:দ্র: অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য] |
০১ কার্যদিবস শুধুমাত্র ই-ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে [ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে |
মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
৫। | ড্রাইভিং লাইসেন্স ইস্যু (পেশাদার) | ড্রাইভিং লাইসেন্স এর দক্ষতা যাচাই পরীক্ষায় কৃতকার্য হলে গ্রাহক বিআরটিএ সার্ভিস পোর্টালে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে ফি প্রদান সাপেক্ষে ই- ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবেন। | ডোপ টেস্ট সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। |
পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যুর জন্য ২,৮৩৮/- টাকা ও ৬০/- টাকা (পোষ্টাল ফি) অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। [বি:দ্র: অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য] |
০১ কার্যদিবস শুধুমাত্র ই-ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে [ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে |
মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
৬। | ড্রাইভিং লাইসেন্স নবায়ন (পেশাদার) |
|
পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন করার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: ১। বর্তমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি; ২। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি; ৩। মেডিকেল সার্টিফিকেট; মেডিকেল সার্টিফিকেট ফরমের স্ক্যান কপি; ৪। ডোপ টেস্টের রিপোর্ট (ডোপ টেস্টের রিপোট দক্ষতা যাচাই পরীক্ষার পূর্বে অথবা পরেও সংযুক্ত করা যাবে)। |
পেশাদার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য ২,৪২৭/- টাকা (লাইসেন্স ফি) এবং 60/- টাকা (পোষ্টাল ফি) এছাড়া মেয়াদোত্তীর্ণ হলে প্রতি বছরের জন্য ৫১৮/- টাকা ফি প্রদান করতে হবে। [বি:দ্র: অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য] |
০১- কার্যদিবস শুধুমাত্র ই-ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে [ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।] |
মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
৭। |
ড্রাইভিং লাইসেন্স শ্রেণী সংযোজন |
বিআরটিএ সার্ভিস পোর্টালে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স শ্রেণী সংযোজনের জন্য আবেদনপূর্বক লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে হবে। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সে নির্ধারিত তারিখে দক্ষতা যাচাই পরীক্ষায় কৃতকার্য হলে গ্রাহক বিআরটিএ সার্ভিস পোর্টালে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে ফি প্রদান সাপেক্ষে ই- ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে পারবে। |
|
(১) লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফি ৫১৮/- টাকা (২) ড্রাইভিং লাইসেন্স শ্রেণী সংযোজনের জন্য ১,৬২৮/- টাকা ও ৬০/- টাকা (পোষ্টাল ফি) অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। [বি:দ্র: অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য] |
০১- কার্যদিবস শুধুমাত্র ই-ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে [ফি প্রদান সাপেক্ষে ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।] |
মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
৮। |
মোটরযানের রেজিস্ট্রেশন (মোটরসাইকেল) |
গ্রাহক অথবা শো-রুম থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেলটি প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে হাজির করতে হবে। |
(১) মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র (ক) একাধিক ব্যক্তি যৌথভাবে কোনো মোটরসাইকেলের মালিক হলে সে-ক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশনের জন্য সকলের সম্মতি সম্বলিত হলফনামা; (খ) প্রতিষ্ঠান/কোম্পানির ক্ষেত্রে স্বাক্ষর ও সিলমোহর; (গ) ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ বরাবর আবেদন; (২) বিল অব এন্ট্রি, ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি; (৩) সেল সার্টিফিকেট/সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র (আমদানিকারক/বিক্রেতা প্রদত্ত); (৪) প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ (সিকেডি গাড়ির ক্ষেত্রে); (5) বিক্রয়ারী প্রতিষ্ঠানের ভ্যাট পরিশোধের চালান; (6) ফি জমাদানের রসিদ; (7) ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/টেলিফোন বিল/ বিদ্যুৎ বিল ইত্যাদির যে-কোনটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে পত্র; |
নিবন্ধনকালে প্রযোজ্য ফি: (ক) মোটরসাইকেলের ওজন ৯০ কেজি বা এর কম এবং ইঞ্জিন ক্যাপাসিটি ১০০সিসি বা ৫ কিলোওয়াট বা এর কম হলে সর্বমোট ফি ৯,৩১৩/- টাকা। পরবর্তী ২ বছর পর পর প্রতি কিস্তি ১,১৫০/- টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৪,৬০০/- টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হবে। (খ) মোটরসাইকেলের ওজন ৯০কেজির বেশী ও ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা ৫ কিলোওয়াট বা এর কম হলে সর্বমোট ফি ১০,৪৬৩/- টাকা। পরবর্তী ২ বছর পর পর প্রতি কিস্তি ২,৩০০/- টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৯,২০০/- টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হবে। (গ) মোটরসাইকেলের ওজন ৯০কেজি বা এর কম এবং ইঞ্জিন ক্যাপাসিটি ১০০সিসি ৫ কিলোওয়াট’র বেশী হলে সর্বমোট ফি ১০,৯২৩/- টাকা। পরবর্তী ২ বছর পর পর প্রতি কিস্তি ১,১৫০/- টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৪,৬০০/- টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হবে। (ঘ) মোটরসাইকেলের ওজন ৯০কেজির বেশী ও ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা ৫ কিলোওয়াট র বেশী হলে সর্বমোট ফি ১২,০৭৩/- টাকা। পরবর্তী ২ বছর পর পর প্রতি কিস্তি ২,৩০০/- টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৯,২০০/- টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হবে। (ঙ) মোটরসাইকেলের ওজন ৯০কেজি বা এর কম এবং ইঞ্জিন ক্যাপাসিটি ৫০ থেকে ১২৫ সিসি বা ৫ কিলোওয়াট পর্য়ন্ত সর্বমোট রেজিস্টেশন ফি 9291/- টাকা। পরবর্তী ২ বছর পর পর প্রতি কিস্তি ১,১৫০/- টাকা করে ৪ টি কিস্তিতে অবশিষ্ট ৪,৬০০/- টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হবে। (চ) মোটরসাইকেলের ওজন ৯০ কেজির বেশী ও ইঞ্জিন ক্যাপাসিটি ১২৫ সিসি বা ৫ কিলোওয়াট’র বেশী হলে সর্বমোট রেজিস্ট্রেশন ফি ১১৭৬৪/- টাকা। পরবর্তী ২ বছর পর পর প্রতি কিস্তি ২,৩০০/- টাকা করে ৪টি কিস্তিতে অবশিষ্ট ৯,২০০/- টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হবে। |
০১ কার্যদিবস |
প্রকৌ. মোঃ সানাউল হক
|
|
৯। |
মোটরযানের রেজিস্ট্রেশন (মোটরসাইকেল ব্যতিত) |
গ্রাহক অথবা শো-রুম থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেলটি প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে হাজির করতে হবে। |
(১) মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র (ফরম-১৭) (২) ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে (ক) জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি; (খ) ঠিকানার প্রমানক হিসেবেইউটিলিটি বিল (টেলিফোন বিল/বিদ্যুৎ বিল ইত্যাদি) এর সত্যায়িত ফটোকপি; (গ) একাধিক ব্যক্তি যৌথভাবে কোনো মোটরযান মালিক হলে সে-ক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশনের জন্য সকলের সম্মতি সম্বলিত হলফনামা; (৩) মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের লেটারহেড প্যাডে চিঠি; (৪) ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ বরাবর আবেদন; (৫) বিল অব এন্ট্রি (মূলকপি); এক কপিতে একাধিক গাড়ির বর্ণনা থাকলে মূলকপি প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি; (৬) ইনভয়েস, বিল অব লেডিং-এর কাস্টমস্ কর্তৃক সত্যায়িত কপি; (৭) সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত এলসিএ কপি; (৮) সেল সার্টিফিকেট /সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র(আমদানিকারক/বিক্রেতা কর্তৃক প্রদত্ত); (৯) প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ (সিকেডি গাড়ির ক্ষেত্রে); (১০) আবেদনকারীর TIN/e-TIN সার্টিফিকেট-এর ফটোকপি; (১১) (ক) মূসক-১ (প্রযোজ্য ক্ষেত্রে), (খ) মূসক-১১(ক)/ভ্যাট (প্রযোজ্য ক্ষেত্রে), (গ) ভ্যাট পরিশোধের চালান (প্রযোজ্য ক্ষেত্রে ) (১২) প্রস্তুতকারক/বিআরটিএ কর্তৃক অনুমোদিত বডি ও আসন ব্যবস্থার স্পেসিফিকেশন সম্বলিত ড্রইং (বাস, ট্রাক, হিউম্যান হলার, ডেলিভারী ভ্যান, অটো টেম্পু ইত্যাদি মোটরযানের ক্ষেত্রে); (১৩) সিকেডি মোটরযানের ক্ষেত্রে বিআরটিএ’র টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা; (১৪) বডি ভ্যাট চালান ও ভ্যাট পরিশোধের রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে); (১৫) প্রয়োজনীয় ফি জমাদানের রশিদসমূহ (বিআরটিএ কপি); (১৬) রিকন্ডিশন্ড মোটরযান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিম্নোক্ত অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হবে- (ক)‘টিও’ ফরম (ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত), ‘টিটিও’ ফরম ও বিক্রয় রসিদ (আমদানিকারক কর্তৃক স্বাক্ষরিত)। (খ) ডি-রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি এবং ডি-রেজিস্ট্রেশনের ইংরেজি অনুবাদের সত্যায়িত কপি (সার্টিফিকেট অব ক্যানসেলেশন এর সত্যায়িত কপি) |
মোটরযানের রেজিস্ট্রেশনের সময় প্রদেয় মোট ফি গাড়ির সিসি, সিট সংখ্যা, বোঝাই গাড়ির ওজন ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারণ করা রয়েছে। (১) মোটরযানের প্রকৃতি ও সিসি অনুযায়ী নিবন্ধন ফি ভিন্ন ভিন্ন হয়। (পূর্ন তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে) [এ ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে] (২) ডিআরসি ফি ৫৫৫/- (ভ্যাটসহ) (৩) নাম্বার প্লেট ফি (ভ্যাটসহ) (ক) থ্রি-হুইলার ২,২৬০/- (খ) অন্যান্য ৪,৬২৮/- (৪) ফিটনেস ফি (ভ্যাটসহ) (ক) হালকা গাড়ি: ১,৮৯২/- (খ) ভারি গাড়ি: ২,২৯৫/- (৫) মোটরযানের প্রকৃতি, আসন সংখ্যা অথবা বোঝাই গাড়ির ওজন এর উপর ভিত্তি করে রোড ট্যাক্স ভিন্ন ভিন্ন হয় (পূর্ন তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে) [এ ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে] (৬) মোটরযানের প্রকৃতির উপর ভিত্তি করে অনুমিত অগ্রিম আয়কর ভিন্ন ভিন্ন হবে ,পূর্ন তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে) ব্যাংকের মাধ্যমে অথবা MASTER Card, VISA Card, NEXUS Card, AMEX Card ও bKash, Rocket মোবাইল ব্যাংকিং, নগদ এর মাধ্যমে মোটরযানের অগ্রিম আয়কর, ফিটনেস নবায়ন ফি, ট্যাক্স-টোকেন ফি, ড্রাইভিং লাইসেন্সের ফিসহ অন্যান্য ফি জমা প্রদান করা যায়; (অনলাইনে ফি জমা প্রদানের জন্য গ্রাহক নিজ BSP একাউন্টের মাধ্যমে ফি জমা প্রদান করতে পারবেন) বি:দ্র: (ক) রিকন্ডিশন্ড মোটরযান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উপরোক্ত ফি এর সাথে মালিকানা বদলী ফি যোগ করতে হবে, যা রেজিস্ট্রেশন ফি এর ৩ ভাগের ১ ভাগ। (খ) ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে উপরোক্ত ফি এর সাথে Hire Purchase (H/P) ফি ২,৭৬০/- (ভ্যাটসহ) যোগ করতে হবে। |
0১ কার্যদিবস | প্রকৌ. মোঃ সানাউল হক |
|
১০। | মোটরযানের ফিটনেস ইস্যু | রেজিস্ট্রেশনের সময় প্রতিটি প্রাইভেটকার, জীপ, মাইক্রোবাস তৈরীর সন হতে ৫ বছরের জন্য এবং এছাড়া অন্যান্য মোটরযানসমূহ তৈরীর সন হতে ১ বছরের জন্য ফিটনেস প্রদান করা হয়। | মোটরযান রেজিস্ট্রেশনের সময় দাখিলকৃত কাগজপত্রাদি |
মোটরযান রেজিস্ট্রেশনের সময় ফি প্রদেয়। প্রাইভেটকার, জীপ, মাইক্রোবাস ফি-১২৮৭/- এছাড়া অন্যান্য মোটরযানসমূহের জন্য ফি-১৬০৫/- |
0১ কার্যদিবস | মো: আনোয়ারুল কিবরিয়া
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : ০১৫৫০০৫১৬২০ ই-মেইল : ade3_dm2@brta.gov.bd |
|
১১। | মোটরযানের ফিটনেস নবায়ন |
মোটরযান মালিক বা ড্রাইভার অথবা যে কোনো ব্যক্তির নিবন্ধিত বিআরটিএ সার্ভিস পোর্টালে এর অ্যাকাউন্টে প্রবেশ করে প্রথমে মোটরযানটির নির্দিষ্ট তথ্য প্রদানপূর্বক মোটরযানটি BSP পোর্টালে সংযুক্ত করতে হবে। সংযুক্ত সম্পন্ন হওয়ার পর ফিটনেস নবায়নের জন্য এ্যাপয়ন্টেমেন্ট গ্রহণ করতে হবে। নির্ধারিত তারিখে মোটরযানটি সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে সরেজমিনে পরদর্শনের জন্য হাজির করতে হবে। মোটরযানটি হাজির হওয়ার পূর্বে নির্ধারিত ফি প্রদান পূর্বক Money Receipt সংগ্রহ করতে হবে। এ্যাপয়ন্টেমেন্ট Date wise না গেলে এ্যাপয়ন্টেমেন্ট বাতিল হিসাবে গণ্য হবে এবং পূনরায় এ্যাপয়ন্টেমেন্ট নিতে হবে। |
বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সময় স্বয়ংক্রিয়ভাবে পূরণকৃত সি.এফ.সি/সি.এফ.আর.এ ফরম স্বাক্ষর। (ক) প্রয়োজনীয় ফি জমা রশিদ; (খ) বিদ্যমান ফিটনেস সনদের মূলকপি; (গ) হালনাগাদ ট্যাক্স টোকেন এর ফটোকপি; ঘ) মোটরযানের অনুমিত/অগ্রিম আয়কর জমার প্রমাণপত্র; (ঙ) e-TIN নম্বর সম্বলিত হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র; (চ) সিএনজি চালিত মোটরযানের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের প্রেশার টেষ্ট/রি-টেষ্ট সনদের ফটোকপি |
১) ফিটনেস নবায়ন ফি (ভ্যাটসহ) (ক) হালকা গাড়ি: ১,৮৯২/- (খ) ভারী গাড়ি: ২,২৯৫/- (২) মোটরযানের প্রকৃতির উপর ভিত্তি করে অনুমিত আয়কর ভিন্ন ভিন্ন হবে (বি: দ্র: ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় TIN সার্টিফিকেটের কপি প্রয়োজন হবে) (অনলাইনে ফি জমা প্রদানের জন্য গ্রাহক নিজ BSP একাউন্টের মাধ্যমে ফি জমা প্রদান করতে পারবেন) |
0১ কার্যদিবস | মো: আনোয়ারুল কিবরিয়া
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : ০১৫৫০০৫১৬২০ ই-মেইল : ade3_dm2@brta.gov.bd |
|
১২। | মোটরযানের মালিকানা বদলী | সেবাগ্রহণকারীকে তার নিবন্ধিত বিআরটিএ সার্ভিস পোর্টাল এর অ্যাকাউন্টে প্রবেশ করে প্রথমে মোটরযানটির নির্দিষ্ট তথ্য প্রদানপূর্বক BSP পোর্টালে সংযুক্ত করতে হবে। সংযুক্ত সম্পন্ন হওয়ার পর মালিকানা বদলীর জন্য আবেদন করতে হবে এবং মোটরযানসহ ক্রেতা ও বিক্রেতাকে বিআরটিএ সার্কেল অফিসে হাজির হতে হবে। মোটরযান পরিদর্শকের সুপারিশ সাপেক্ষে সহকারী পরিচালক (ইঞ্জি.) অথবা উপপরিচালক (ইঞ্জি.) কর্তৃক মালিকানা বদল করা হয়। |
(১) যথাযথভাবে পূরণকৃত ফরম- ফরম-২০: মোটরযানের মালিকানা বদলি সংক্রান্ত বিক্রেতার ঘোষণাপত্র; ফরম-২১: মোটরযানের মালিকানা বদলি সংক্রান্ত ক্রেতার ঘোষণা পত্র; ফরম-২২: বিক্রয় রশিদ; ফরম-২০,২১, ২২ বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে; (২) নির্ধারিত ফি জমা রশিদের বিআরটিএ’র কপি; (৩) ক্রেতার টিন (TIN) সার্টিফিকেট এবং বর্তমান ঠিকানার স্বপক্ষে ইউটিলিটি (টেলিফোন/বিদ্যুৎ/গ্যাস ইত্যাদি) বিলের সত্যায়িত ফটোকপি দাখিল; (৪) ক্রেতা ও বিক্রেতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি; (৫) মূল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক) এর উভয়ের মূল কপি অথবা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট; (৬) হালনাগাদ ট্যাক্স-টোকেন, ফিটনেস, রুট পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি; (৭) ছবিসহ ৩০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্রেতা ও কিক্রেতার পৃথক পৃথক হলফনামা; (৮) নির্ধারিত নমুনা স্বাক্ষর ফরমের সকল তথ্য ইংরেজি BLOCK LETTER এ পূরণ করে ক্রেতার নমুনা স্বাক্ষর; (৯) ক্রেতা যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে হলফনামার পরিবর্তে অফিসিয়াল প্যাডে চিঠি/ ইন্টিমেশন; (১০) বিক্রেতা কোম্পানী হলে কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজুলেশন ও অথরাইজেশনপত্র; (১১) মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র, লোন এ্যাডজাষ্টমেন্ট স্টেটমেন্ট, ব্যাংক কর্তৃক সহকারী পরিচালক(ইঞ্জিঃ) বিআরটিএ বরাবর অনুরোধ পত্র এবং ৩০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যাংক কর্তনের হলফনামা; |
(১) মোটরযানের মালিকানা বদলী ফি মোটরযানের রেজিস্ট্রেশন ফি-এর ৩ ভাগের ১ ভাগ। [এ ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে] (রেজিস্ট্রেশন ফি তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে) অথবা (২) ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে Hire Purchase (H/P) withdrawl ফি ১,১৫০/- (ভ্যাটসহ) যোগ করতে হবে। খ) ডিআরসি ফি ৫৫৫/- (ভ্যাটসহ) গ) প্রতিলিপি ফি ৫৭৫/- (ভ্যাটসহ) (ব্যাংকের মাধ্যমে অথবা MASTER Card, VISA Card, NEXUS Card, AMEX Card ও bKash, Rocket মোবাইল ব্যাংকিং, নগদ এর মাধ্যমে ফি জমা প্রদান করা যায়) (অনলাইনে ফি জমা প্রদানের জন্য গ্রাহক নিজ BSP একাউন্টের মাধ্যমে ফি জমা প্রদান করতে পারবেন) |
১-৩০ কার্যদিবস |
মোঃ বখতিয়ার উদ্দিন
সহকারী পরিচালক (ইঞ্জি.) মোবাইল : 01550051618 ই-মেইল : ade1_dm2@brta.gov.bd |
|
১৩। | মোটরযানের ট্যাক্স টোকেন ইস্যু | মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরযানের ট্যাক্স টোকেন ইস্যু করা হয় ১ বছরের জন্য। | মোটরযান রেজিস্ট্রেশনের সময় প্রদেয় কাগজপত্রাদি |
মোটরযানের প্রকৃতি, আসন সংখ্যা অথবা বহন ক্ষমতার উপর ভিত্তি করে রোড ট্যাক্স ভিন্ন ভিন্ন হবে (রোড ট্যক্স এর পূর্ন তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে। |
0১ কার্যদিবস |
প্রকৌ. মোঃ সানাউল হক
|
|
১৪। | মোটরযানের ট্যাক্স টোকেন নবায়ন | গ্রাহককে প্রয়োজনীয় ফি জমা প্রদানের পর বিআরটিএ অনুমোদিত ব্যাংক থেকে ট্যাক্স টোকেন নবায়ন করে নিতে হয়। | (১) পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)। |
মোটরযানের প্রকৃতি, আসন সংখ্যা অথবা বহন ক্ষমতার উপর ভিত্তি করে রোড ট্যাক্স ভিন্ন ভিন্ন হবে। |
0১ কার্যদিবস |
প্রকৌ. মোঃ সানাউল হক
|
|
১৫। | রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ |
(১) ফি জমা প্রদানের পর মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ তৈরি করা হয় এবং গ্রাহককে রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট সংযোজন করার জন্য গাড়িসহ সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে হাজির হওয়ার জন্য মালিকের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো হয়; (২) মোবাইলে ম্যাসেজ পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে গাড়িসহ বিআরটিএ অফিসে হাজির হয়ে গাড়িতে রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন করতে হবে। মোবাইল ম্যাসেজ (এসএমএস) এর মাধ্যমে প্রদত্ত সেবাসমূহঃ (১) মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুতের স্ট্যাটাস জানা (যেমন; NP এবং 26969 নম্বরে SMS প্রেরণ);
মন্তব্য: শুধুমাত্র ঢাকা মেট্রো ও চট্ট মেট্রো সার্কেল অফিসের জন্য প্রযোজ্য। BRTA DNP ও DRC Checker Apps এর মাধ্যমে প্রদত্ত সেবা: উক্ত অ্যাপস ব্যবহার করে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ এর প্রস্তুতের স্ট্যাটাস জানা যায়। |
ব্যক্তি মালিকানাধীন মোটরসাইকেল: (১) রেজিস্ট্রেশন সনদ/প্রাপ্তিস্বীকার রশিদের মূলকপি ও A4 সাইজের ফটোকপি; (২) মোটরসাইকেল মালিকের জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্সের মূলকপি ও A4 সাইজের ফটোকপি;
প্রতিষ্ঠানের মালিকানাধীন মোটরসাইকেল: (১) রেজিস্ট্রেশন সনদ/প্রাপ্তি স্বীকার রশিদের মূলকপি ও A4 সাইজের ফটোকপি; (২) প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে মনোনীত প্রতিনিধির নাম ও পদবি; (৩) মনোনীত প্রতিনিধির জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের মূলকপি ও A4 সাইজের ফটোকপি। হালকা, মাঝারী ও ভারী মানের মোটরযান (ব্যক্তি মালিকানাধীন): (১) রেজিস্ট্রেশন সনদ/প্রাপ্তি স্বীকার রশিদের মূলকপি ও A4 সাইজের ফটোকপি; (২) মোটরযান মালিকের জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্সের মূলকপি ও A4 সাইজের ফটোকপি। হালকা, মাঝারী ও ভারী মানের মোটরযান (প্রতিষ্ঠানের মালিকানাধীন): (১) রেজিস্ট্রেশন সনদ/প্রাপ্তি স্বীকার রশিদের মূলকপি ও A4 সাইজের ফটোকপি; (২) প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে মনোনীত প্রতিনিধির নাম ও পদবি; (৩) মনোনীত প্রতিনিধির জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্সের মূলকপি ও A4 সাইজের ফটোকপি। |
সেবা মূল্য: টাইপ-IA: ভাড়ায় চালিত বাস, ট্রাক, মিনিবাস, ট্যাংকলরি ইত্যাদি ভারী মোটরযানের আরএফআইডি ট্যাগসহ একজোড়া নম্বরপ্লেট= ৪,৬২৮/- টাইপ-IB: ভাড়ায় চালিত ব্যতীত বাস, ট্রাক, মিনিবাস, ট্যাংকলরি ইত্যাদি ভারী মোটরযানের আরএফআইডি ট্যাগসহ একজোড়া নম্বরপ্লেট= ৪,৬২৮/- টাইপ-IIA: ভাড়ায় চালিত ব্যতীত, হালকা ও মধ্যমমানের মোটরযানের আরএফআইডি ট্যাগসহ একজোড়া নম্বরপ্লেট = ৪,৬২৮/- IIB = ভাড়ায় চালিত হালকা ও মধ্যমমানের মোটরযানের আরএফআইডি ট্যাগসহ একজোড়া নম্বরপ্লেট= ৪,৬২৮/- এবং টাইপ-IIIA: আরএফআইডি ট্যাগসহ মোটরসাইকেলের একক নম্বরপ্লেট= ২,২৬০/- ও টাইপ-IIIB: ভাড়ায় চালিত থ্রি-হুইলারের আরএফআইডি ট্যাগসহ একজোড়া নম্বরপ্লেট = ২,২৬০/- পরিশোধ পদ্ধতি: অনলাইনে VISA/ MASTER/ AMERICIAN XPRESS/ DBBL NEXUS CARD ও মোবইল ব্যাংকিং ROCKET/bKash এর মাধ্যমে মোটরযানের কর ও ফি জমা প্রদান (bsp.brta.gov.bd) সংশ্লিষ্ট সেবা গ্রহণ করা যাচ্ছে। বিআরটিএ অফিসে না এসেই নির্ধারিত ১৮টি ব্যাংকের ৫৪৭টি শাখা ও ২৪টি বিশেষায়িত বুথের মাধ্যমেও ফি প্রদান করা যায়। |
৩০ কার্যদিবস |
|
|
১৬। | ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) |
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর বায়োমেট্রিক্স (চার আঙ্গুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের জন্য গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। মোবাইল ম্যাসেজ (এসএমএস) এর মাধ্যমে প্রদত্ত সেবাসমূহঃ (১) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক প্রদানের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ (যেমন; NP B Date এবং 26969 নম্বরে SMS প্রেরণ); মন্তব্য: শুধুমাত্র ঢাকা মেট্রো ও চট্ট মেট্রো সার্কেল অফিসের জন্য প্রযোজ্য। (২) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট Printing এর স্ট্যাটাস জানা (যেমন; NPDRC এবং 26969 নম্বরে SMS প্রেরণ); (৩) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ (যেমন; NPCDate এবং 26969 নম্বরে SMS প্রেরণ); |
(১) রেজিস্ট্রেশন সনদ/প্রাপ্তি স্বীকার রশিদের মূলকপি ও A4 সাইজের ফটোকপি; (২) মোটরযান মালিকের জাতীয় পরিচয় পত্র/ড্রাইভিং লাইসেন্সের মূলকপি ও A4 সাইজের ফটোকপি; মন্তব্য: প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনকৃত মোটরযানের বায়োমেট্রিকের প্রয়োজন নেই। |
সেবা মূল্য: ৫৫৫/-
পরিশোধ পদ্ধতি: অনলাইনে VISA/ MASTER/ AMERICIAN XPRESS/ DBBL NEXUS CARD ও মোবইল ব্যাংকিং ROCKET/bKash এর মাধ্যমে মোটরযানের কর ও ফি জমা প্রদান (bsp.brta.gov.bd) সংশ্লিষ্ট সেবা গ্রহণ করা যাচ্ছে। বিআরটিএ অফিসে না এসেই নির্ধারিত ১৮টি ব্যাংকের ৫৪৭টি শাখা ও ২৪টি বিশেষায়িত বুথের মাধ্যমেও ফি প্রদান করা যায়। |
৩০ কার্যদিবস |
|