Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রমিক

সেবার নাম

কিভাবে পাবেন

১।

মোটরযান নিবন্ধন

সেবাপ্রত্যাশীরা নিজে অথবা শো-রুমের মাধ্যমে বিআরটিএ সার্ভিস পোর্টালে ডাটা এন্ট্রির পর সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। অত:পর বিআরটিএ অফিস কর্তৃক তাঁর গাড়িটি পরিদর্শণ করার পর আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক একটি প্রাপ্তিস্বীকারপত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে সংশ্লিস্ট কর্মকর্তাদের স্বাক্ষর করত: গ্রাহককে প্রদান করা হয়।
২।

এন্ডোর্সমেন্ট/প্রতিলিপি

সেবাপ্রত্যাশীরা সরাসরি সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করবেন।
৩।

মালিকানা বদলী

সেবাপ্রত্যাশীরা বিআরটিএ সার্ভিস পোর্টালে ডাটা এন্ট্রির পর সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর মোটরযানের মালিকানা বদলীর জন্য আবেদন করবেন। অত:পর বিআরটিএ অফিস কর্তৃক তাঁর গাড়িটি পরিদর্শণ করার পর আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রিন্ট করে সংশ্লিস্ট কর্মকর্তাদের স্বাক্ষর করত: গ্রাহককে প্রদান করা হয়।
৪।

ইঞ্জিন পরিবর্তন

সেবাপ্রত্যাশীরা বিআরটিএ সার্ভিস পোর্টালে ডাটা এন্ট্রির পর অথবা সরাসরি সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর মোটরযানের ইঞ্জিন পরিবর্তনের জন্য আবেদন করবেন।
৫।

রং পরিবর্তন

সেবাপ্রত্যাশীরা বিআরটিএ সার্ভিস পোর্টালে ডাটা এন্ট্রির পর অথবা সরাসরি সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করবেন।
৬।

টায়ার সাইজ(প্রস্থ) পরিবর্তন

সেবাপ্রত্যাশীরা বিআরটিএ সার্ভিস পোর্টালে ডাটা এন্ট্রির পর অথবা সরাসরি সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করবেন।
৭।

তথ্য সংশোধন

সেবাপ্রত্যাশীরা বিআরটিএ সার্ভিস পোর্টালে ডাটা এন্ট্রির পর অথবা সরাসরি সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করবেন।
৮।

রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট

মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট প্রস্তুত হলে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হয়। এসএমএস প্রাপ্তির পর নাম্বারপ্লেট সংযোজনের জন্য সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে গাড়ি হাজির করতে হয়।
৯।

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট

গ্রাহককে বায়োমেট্রিক্স (চার আঙুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের পর ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রস্তুত হলে তা সংগ্রহের জন্য গ্রাহককে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়।
১০।

মোটরযানের ফিটনেস সার্টিফিকেট ইস্যু

মোটরযানের রেজিস্ট্রেশন প্রদানকালে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট ইস্যু করা হয়।

১১।

মোটরযানের ফিটনেস সার্টিফিকেট নবায়ন

বিআরটিএ’র যে কোন সার্কেল অফিসে অনলাইনে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেে সেবাগ্রহণকারী তার মোটরযানের ফিটনেস নবায়নের জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন।
১২।

মোটরযানের ফিটনেস সার্টিফিকেট প্রতিলিপি

সর্বশেষ বিআরটিএ’র যে সার্কেল অফিস হতে সেবাগ্রহণকারী তার মোটরযানের ফিটনেস সনদ গ্রহণ করেছেন উক্ত সার্কেল অফিসে থানার জিডির কপি, নন এফ আইআর মামলা সংক্রান্ত পুলিশের ট্রাফিক বিভাগের ছাড়পত্র, নির্ধারিত ফরমে প্রয়োজনীয় ফিসহ প্রতিলিপির জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন।
১৩।

ট্যাক্স টোকেন ইস্যু

মোটরযান রেজিস্ট্রেশনের সয়ম ১ম ট্যাক্স টোকেন বিআরটিএ সংশ্লিষ্ট অফিস কর্তৃক ইস্যু করা হয়।
১৪।

ট্যাক্স টোকেন নবায়ন

বিআরটিএ নির্ধারিত যে কোন ব্যাংকের শাখা/বুথ হতে অথবা বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে ফি প্রদান স্বাপেক্ষে ট্যাক্স টোকেন নবায়ন করা যায়।
১৫।

ট্যাক্স টোকেন প্রতিলিপি

১ম ট্যাক্স টোকেন প্রতিলিপি বিআরটিএ সংশ্লিষ্ট অফিস কর্তৃক ইস্যু করা হয় এবং পরবর্তী ট্যাক্স টোকেন প্রতিলিপি যে ব্যাংক/বুথ থেকে ইস্যু হয়েছিল সেই ব্যাংক/বুথ থেকে ইস্যু করা হয় 
১৬।

ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন, শ্রেণী সংযোজন, সংশোধন, রুপান্তর

ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন, শ্রেণী সংযোজন, সংশোধন, রুপান্তরসহ সকল কার্যক্রম বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা হয়
১৭।

ডোপটেস্ট সংক্রান্ত তথ্য